www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অতি সাধারণ এক মানুষ আমি

মর্যাদা পাব যখন করেছি আশা,
মর্যাদা আগে সকলকে দিতে হবে |
অন্যায়ের প্রতিবাদ আইনকে সামনে রেখে হয়-
অস্ত্র তুললে পূবের সূর্য ক্লান্তিতে ঘুমিয়ে রবে |

সত্য এখানে শব্দ নয়, এপার ওপারের বুকে সেতু |
নদীতে বয়ে চলে প্রাণময় জীবন, রক্ত স্রোত বয় না |
পেঁজা তুলোর মতো মেঘ উড়ে এল আকাশে,
যখন গ্রীষ্মের দাপটে জীবনটা ছিল খাঁ খাঁ |

আমি স্বাধীন হব সকলকে নিয়ে-
একজনও যদি থাকে পরাধীন, তবে আমার স্বাধীনতা মিছে |
সকলে সমান সমান, মতবাদ জন্মায় মানুষের মৃত্যু ঘিরে নয়,
ডানে বাঁয়ে তাকাই না, মাঝ পথই রাজপথ, ভেদাভেদ নেই উপর নীচে |

দরিদ্র নারায়ণ চেয়ে আছেন আমার দিকে
এক বিন্দু জলের আশায়, এক বিন্দু অমৃতের খোঁজে |
ঈশ্বর নই, অতি সাধারণ এক মানুষ আমি,
অন্তত একটি বার আসবই একজনের মুক্তির কাজে |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast