www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা মেয়ের বিয়ে

মেয়েটার বিয়ে হয়ে গেল |
ওর মা বাবা প্রচুর সম্বন্ধ দেখেছেন-
সদ্য রান্না হওয়া বস্তু চেখে দেখার মতো!
পরিশেষে বিয়ে হল এন. আর. আই-এর সাথে:
এ যুগে মানুষের সাথে বিয়ে হয়,
না, মানুষের সফলতার সাথে বিয়ে হয়, কে জানে?
মেয়েটা যে ছেলেটার সাথে ঘুরতো,
তার সাথে বোধহয় বিয়ে হয়নি |
হয় ছেলেটা ভালো চাকরি করে না,
অথবা ও উঁচু কুলের ছেলে নয় |
হয়তো মেয়ের ভালো ভেবে ওকে দূরে পাঠিয়ে দেওয়া হল,
যাতে ঘেঁটু ফুলের গন্ধ না শুঁকে
ও গোলাপের গন্ধ শুঁকতে শেখে...
কিন্তু গোলাপের কাঁটা আছে, সেটা কী ওনারা জানেন না?
বিয়ে বলো, প্রেম বলো- এসবের বিচিত্রতা প্রচুর,
গুণে শেষ করা যায় না |
আমি বলি, সামাজিক সংস্কার,
ও একটা হয়ে যায়, রয়ে যায় বৈকি |
বিদেশকে মনে হয় মেয়েটা মানিয়ে নেবে...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast