www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অতীত বর্তমান ও ভবিষ্যৎ

অতীতকে ভুলে থাকা যায় কী? অতীত খোঁচা মারে!
চেষ্টা করলেও জ্ঞানী মানুষজন সত্যি কী অতীতকে ভুলতে পারে!
অতীতের শিক্ষা ও প্রচেষ্টা ধাপে ধাপে গড়ে তোলে বর্তমান নামক বাড়ির ভীত |
ভাবনা চিন্তা 'টাইম মেশিন'- সব যুগেই খেলে চু কিতকিত |

বর্তমান বড় রূঢ়, এখানে কল্পলোকের কোনও ঠাঁই নেই |
বাস্তব তার আর এক নাম, যেখানে স্বপ্ন আশা পায় না কোনও খেই |
যে তাকে মেনে নিতে পারে, সেইই বড় খেলোয়াড়;
যে ভয় পায় তার সম্মুখীন হতে, তার জীবনে নেমে আসে অমাবস্যার অন্ধকার |

ভবিষ্যৎ অনিশ্চিত, ঘন কুয়াশায় ট্রেন লেট |
বর্তমানের ফসল কেটে হয় সে মাথা তোলে, নয়তো করে মাথা হেট |
অদূর হয় সুদূর, দূরত্ব বেড়েই চলে-
দু চোখ কেঁদে ওঠে অথৈ জলে |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast