www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি স্মার্ট ফোন বলছিলাম

আমি আধুনিকতার প্রতীক-
আমি যার হাতে থাকি, সে সবথেকে আধুনিক মানুষ
আর আধুনিক মানেই স্মার্ট,
তা সে লেখাপড়া জানুক ছাই না জানুক |
কোন মানুষ না আধুনিক হতে চায় |
সময়ের সাথে সাথে সকলেই বেরিয়ে আসতে চায় পুরাতন থেকে |

তবে আমার মনে একটা খটকা আছে-
মানুষের বাইরেটা বদলালেই ভিতরটা বদলায় না |
যেমন শিক্ষিত মানুষ বাইরে থেকে বোকা বা সরল
কিন্তু ভিতরে প্রগতিশীল, স্বাধীনচেতা, দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত |
আর যারা লেখাপড়ার ধার দিয়েও যায় না,
তাদের বাইরে থেকে চালাক চতুর লাগে
কিন্তু ভিতরটা একেবারে ফাঁপা!

আমার শেষ অনুরোধ-
আমাকে দিয়ে মানুষের বুদ্ধি রুচি বিচার করবেন না-
আমি অনেক সুযোগ সুবিধা করে দিই মানুষকে,
এই পর্যন্তই...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast