www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেয়েটি এসেছিল

মেয়েটি এসেছিল ল্যাবে কাজ করতে:
স্কলার নয়, ট্রেনি নয়, এটেনডেন্ট নয়;
তবে কী? বাড়তি হাত, যার কাজে লাগবে...
গাইড এই বুঝেই নিয়েছিলেন বোধহয়!

ওর মুখে খই ফুটতো | কব্জা করা স্বভাব |
আমি কত লোকের কত অত্যাচার মুখ বুজে সহ্য করেছি-
অন্যায়ের কাছে মাথা নত করবো বলে নয়,
কব্জা করার কথাও কোনও দিন ভাবিনি, শুধু টিকে থাকতে চেয়েছি |

রাজনীতির শিকার হল ও |
কেউ ছাড়ার পাত্র নয়, আড়ালে আবডালে খেলা খেলে সব |
রাগের মাথায় ছেড়ে চলে গেল...
গাইড কখনও আগুন, কখনও নীরব |

পরে শুনলাম তাড়াহুড়া করে রাস্তা পার হতে গিয়ে
খেয়েছে গাড়ির ধাক্কা |
লড়ছে মৃত্যুর সাথে | শরীরে দ্রুত ছড়াচ্ছে পচন |
ল্যাবের সকলে দেখতে এসেছে চোখের দেখা |

নিজের পায়ে দাঁড়ানো আর হল না |
বাড়ির লোক পাথর...
যে ছেলেটার হাত ধরে ল্যাবে ঢুকেছিল,
সে কপাল চাপড়াচ্ছে দিনভর |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast