www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইঁদুর

দৌড়োচ্ছি আর দৌড়োচ্ছি...
কিন্তু কোন দিকে?
জানা নেই!
সবাই যে দিকে, আমিও সেই দিকে-
তা সামনে, পিছনে, ডাইনে বা বাঁয়ে:
যে কোনও একটা হতে পারে!

চোখ দেখতে পায় না রামধনু রং-
ঠুলি বাঁধা কালো ধোঁয়ায় |
নাক নিতে পারে না হাঁফ ছেড়ে শ্বাস-
মাঝে মাঝে ধুলোর সুড়সুড়ি |
কানে প্রবেশ করে না গানের সুর-
খোল পেকে পুঁজ গড়ায় |
জিভে স্বাদ নেই, লকলক করে-
পায় না এতটুকু মাটির রস |
ত্বক গন্ডারের গায়ে থাকা বুলেটপ্রুফ চামড়ার মতো-
ওতে হাসি কান্না ধাক্কা খেয়ে ফিরে যায় |

ইচ্ছে করে দৌড় বন্ধ করে-
একটু দেখি মাথার ওপর খোলা আকাশটাকে,
একটু শুঁকি জুঁই-এর ঘ্রাণ,
একটু শুনি বয়ে যাওয়া নদীর স্রোত,
একটু চেটে খাই মৌচাক ভাঙা সোনালী মধু,
একটু স্পর্শ করি প্রেমিকার হৃৎস্পন্দন...
একটু মানুষ হই!

কিন্তু কই, থামতে তো পারি না-
থামলে সমাজ আমায় মেনে নেবে না |

মাঝে মধ্যে মনে হয় দিই ভেঙে পাঞ্চেতের বাঁধ-
বন্যা হোক গোটা রাজ্যে-
দৌড় থামিয়ে চলো একটু ভেসে নিই |
একটু মানুষ হই- রক্তে মাংসে গড়া-
খোঁজ খবর নেওয়া আর পশে দাঁড়ানো...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast