www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মানসী- পৃষ্ঠা ১

মানসী



ভারতবর্ষ আমার দেশ |
স্নেহ মমতায় মাখা শান্ত আবেশ ||
দেশের মাটিতে দাঁড়িয়ে বড় হওয়াই সার্থক |
প্রাচুর্যের মোহে মাকে ভোলা অনর্থক ||
দেশের কাজে আসবো আমি, মায়ের মুখে ফোটাবো হাসি |
গর্বের সাথে কথাগুলো বললো মানসী ||

এসব তোমার ভুল ধারণা |
বিজ্ঞানই আমার অন্তরের সাধনা ||
মরা দেশে বিজ্ঞানীর জায়গা নেই |
মরা গাঙে স্রোত হারায় খেই ||
মাঠিতে দাঁড়িয়ে বলছো কথা অবাস্তব |
ধোঁয়া ছেড়ে উচ্চকন্ঠে বললো মানব ||

মেধা যদি হারায় দেশ, প্রগতি কেমনে হবে |
বিজ্ঞান সব দেশেই এক, বুঝবে বলো কবে ||
টাকা পয়সা নাম যশ নাই বা হলো |
থান পরা মাকে রাঙা শাড়ি দিই চলো ||
নিজের কথাই ভাববো কেন শুধু |
আর কিছু না পাই, দেশ দেবে বুক ভরা মধু ||

বিজ্ঞানীদের প্রচুর সুযোগ সুবিধা দেয় বিদেশ |
দেশ কী দেবে আমায়- যন্ত্রণা অশেষ ||
প্রতিভা হারিয়ে পাঁকে তলিয়ে যাবো |
পচা জলই সম্বল, মধু কোথায় পাবো ||
একটাই জীবন, করবো নাকো নষ্ট |
আমি বিদেশ গেলে কার কীসের কষ্ট ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast