www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- অনার কিলিং- পৃষ্ঠা ৪

অনার কিলিং



জমিদারবাবু আসেনি বিশেষ কোনও কারণে |
কাল বৈশাখীর ঝড় শ্মশানের কান্না এনেছে বৌঠাকুরানীর জীবনে ||
দুজন রাজকর্মচারী এসেছে, আসতে হবে বলে |
মনীষার ভাই, ছোটরাজাবাবু, কী কারণে, কারোকে না বলে, কোথায় যেন গেছে চলে ||
মনীষার বাড়ির লোকও জানতো নাকি ওদের কথা |
জেরার মাঝে হঠাৎ নেমে এল অকারণ নীরবতা ||
পুলিশ কীভাবে এগোবে, কোনদিকে এগোবে |
সুধাকান্ত বাবু ঠিক করল নিজেই লালগড়ে যাবে ||
কর্মচারীরা বোঝাতে ব্যস্ত, 'এটা ওদের কোনও বন্ধুর কাজ' |
পুলিশ আবার তা মানতে নারাজ ||
ওদিকে লালগড়ের বড়কর্তা, নিশিকান্ত, করে চলেছে জেরা |
লাশ পাওয়া গেছে কবর খুঁড়ে, নিরাপদ নয় জমিদারের ডেরা ||
ছোটরাজাবাবুর সাথে লতার ভালোবাসা ছিল |
লতা প্রজার মেয়ে- এটাই ওর অপরাধ হল ||
ছেলে চলে গেছে রাজ্য ছেড়ে |
কিন্তু মেয়ের বেলা একী হল; কী লাভ হল ওকে মেরে ||
ছেলে বংশধর, তাই বাঁচিয়ে রাখতে হবে |
ঘরের সম্মান রক্ষা করতে মেয়েরই আগে প্রাণ যাবে ||
জমিদারি না থাকলেও লেঠেল আছে |
ক্ষমতা না থাকলেও গুন্ডামি বাঁচে ||
নীল রক্তে নেই দয়া মায়া |
লাল রক্ত সাধারণের- তাতে মিশে আছে অপার করুণার ছায়া ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast