www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- অনার কিলিং- পৃষ্ঠা ১

অনার কিলিং



কলেজ থেকে কোথায় উধাও হল দুজন |
খবর কারো কাছে নেই- কেন কীভাবে কখন ||
কলেজ নিশ্চুপ, বন্ধুবান্ধব চোখ চাওয়াচায়ি করে |
শহরে কলেজ, বাড়ির লোকজন আসছে সুদূর থেকে ভোরে ||
বীর বিক্রম কলেজ, অর্থনীতির দ্বিতীয় বর্ষ |
মনোজ মনীষার ভাব ছিল প্রগাঢ়, দুর্ধর্ষ ||
মনীষা লালগড়ের জমিদার বংশের মেয়ে |
ব্রাহ্মণ বলে আলাদা খাতির অন্য সকল জমিদারের চেয়ে ||
ও ঘৃণা করে জমিদারি প্রথা |
শুনতে চায় শোষিত মানুষের নীরব ব্যথা ||
মনোজ বুঝেছে ওর মন |
বাবার মেয়ে হয়েও মায়ের মতো মানসিক গঠন ||
মনোজের বাবার সাধারণ চাকরি |
জাতে তাঁতি, ছেলেই সম্বল, নেই কানাকড়ি ||
মনোজ কবিতা লেখে |
মনীষাদের জেলার কৃষকদের কথা দেয় এঁকে ||
মনীষা বোঝে মানুষ আর জমিদারের ফারাক |
যদিও এখন জমিদারি নেই, জমিদার বাড়িটা ওর কাছে নরক ||
ক্ষমতা না থাকা সত্ত্বেও মনীষার বাবা জমিদার |
মনোজ কত বড় মানুষ- কত সরল, কত উদার ||
সাত জন্মের প্রেম কখনও ভাঙার নয় |
ভয় লাগে কখন কার হিংসা হয় ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast