www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একগাল হাসি

চেষ্টা কখনও বিফলে যায় না,
শুধু অপেক্ষা করার ধৈর্যটা চাই।
সিঁড়ি বেয়ে বেয়ে মানুষ ধাপে ধাপে উপরে ওঠে-
তাড়াহুড়ো করলে হোঁচট খাই।

খেলার ছলে লড়াই শ্রেয়-
এতে চোট লাগে কম।
সব ব্যথা বুকে নিলে,
তাড়াতাড়ি শেষ হয়ে যায় দম।

আজ সূর্য ডুবলো মানে কাল সূর্য উঠবেই-
এটা প্রকৃতির নিয়ম।
তাই তারার দিকে তাকিয়ে থাকি, দেখি চাঁদের হাসি...
অন্ধকারকে ভাবিনা: মৃত্যর দেবতা যম।

সমুদ্রের এপারে দাঁড়িয়ে দেখতে চেষ্টা করি ওপার-
বুঝিনা সমুদ্র কোথায় হাত মেলায় আকাশের সাথে!
ওপার থেকে দেখলে এপারকেও দেখা যায় না-
মনের ভিতর এপার ওপার দিনে রাতে।

আর কিছু একসাথে আসুক বা না আসুক-
সুখ সমৃদ্ধি একসাথেই আসে।
কাদা মাখা শরীর পুকুরের জলে ধুয়ে
নিম্ন মধ্যবিত্তআনা একগাল হাসে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast