www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চেকপোস্ট

রাস্তার দু ধারে দোকানপাট।
গলির দু ধারে ঘরবাড়ি।
আলের দু ধারে ধান খেত...
আমার চলার পথে চেকপোস্ট বসানো সারি সারি!

আমার মনে প্যাঁচ নেই-
কারো ক্ষতি করে বড় হব: একথা আনি না মনে।
সততার সাথে চালাকি করি...
ফুরফুরে বাতাস বয় স্পন্দিত প্রাণে।

ঠকতে ঠকতে শিখেছি প্রচুর।
জেনেছি এই জগতের রূপ।
মুখোশ ছাড়া মানুষই হয় না-
অর্থই কথা বলে: নইলে সব নিশ্চুপ।

সৎ পথে দাঁড়াতে সময় লাগে।
অসৎ দপ্ করে জ্বলে, দপ্ করে নেভে।
তাই ধৈর্যের সাথে অপেক্ষা করা উচিত-
সময় ও পরিশ্রম ঠিকই ফল দেবে।

সফলতার আরেক নাম সূর্যোদয়-
সফল মানুষের পাশেই থাকে সখা সমাজ সংসার...
সফলতার মইটা মা বাবা শক্ত করে ধরে আছেন নীচ থেকে,
আর আমি ধাপে ধাপে উঠছি উপর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast