www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষের দাম

অসহায় মানুষকে নিয়ে সমাজ মজা করে।
হি়ংসা করে মানুষের সুখ।
সফল মানুষের পা চাটে।
পরাজিতকে দেখে ফেরায় মুখ।

সমাজে টিকে থাকা অত সহজ নয়-
সহজ নয় সুস্থ ভাবে বেঁচে থাকা।
ভিড়ের সাথেই মানুষ এগিয়ে চলে,
তবুও ভিড়ের মধ্যেই বড্ড লাগে একা!

সমাজ সমুদ্রের ঢেউয়ের মতো-
জীবন ও কাল সংঘাতে ভরা:
না, সেটা মানুষে মানুষে নয়...
প্রকৃতি ও নিয়তির সাথে প্রতিনিয়ত লড়া।

খোলা আকাশের নীচে এক চিলতে মাটির খোঁজে
নৌকা নিয়ে পাড়ি জমায় মানুষ মাঝ দরিয়ায়।
ভেবে দেখে না অতল তলের ভয়াবহতা-
হারজিতের হিসেব রাখে না হিসেবেরই খাতায়।

জীবনের আরেক নাম সময়, সময়ের আরেক নাম সংগ্রাম।
তিনজনই একে অপরের প্রতিবেশী-
মিলে ঝুলে থাকে খায়, পথ চলে, গান গায়।
জয়ী মানুষের দরদাম সমাজে সবচেয়ে বেশি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast