www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষুদ্র তরী

বৃহৎ সমুদ্রের বুকে এই ক্ষুদ্র তরী
কখনও হারাবে না খেই-
ঝড় বাদল যতই বয়ে আনুক খবর:
তোমার ভাগ্য নেই।

পাতা যতই ঝরুক না কেন শীতে,
ফুটবেই বসন্তের ফুল।
শীতের রুক্ষতাকে সংগ্রাম করে ম্লান-
নিয়তির সকরুণ পরিণতি ভুল।

কূলে এসে ঢেউ ভাঙে-
টানাপোড়েনে ভাঙে মন।
প্রাণের প্রদীপ জ্বেলে রাখি সদা-
হতাশাকে করি চির দমন।

পাতার সাথে ফুল ঝরে যায়,
তবু আবার সে ফোটে।
গভীর অতল তলের অন্ধকারে, বহু চেষ্টার পর,
ডুবুরির ভাগ্যে মুক্ত জোটে।

পিওন নিয়ে আসে চিঠি-
আগামীর সময় বয়ে আনে খবর।
খবর নিয়ে ভাবি না অত:
কাজ যেখানে অমর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast