www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনিশ্চয়তা

'লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে' | এখন এই কথাটা অনেকটাই বদলে গেছে- লেখাপড়া করে যে, গাড়ি চাপা পড়ে সে | না আমি 'হীরকের রাজা' নই যে সমাজ থেকে লেখাপড়া তুলে দিতে চাই | লেখাপড়া জানা শিক্ষিত মানুষজনের হতাশা দেখে আমি একথা বলছি |

সেটা আবার কেমন ? পাস করেছি অথচ চাকরি নেই ! অনেকে চাকরি পেয়ে যায় যোগ্যতা না থাকা সত্ত্বেও, বড় বাবাদের হাত ধরে | আর পরীক্ষায় প্রচুর নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা চাকরির সন্ধানে রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায় | হতাশায় কতশত ছাত্রছাত্রীরা বিষ খায়, রেলে গলা দেয় | আরো কত ভাবে নিজেকে নিঃশেষ করে দেয় চিরতরে | বেকার সমস্যা দিন দিনে বেড়েই চলছে | এর সঠিক কারণ আমার জানা নেই | হতে পারে মানুষের সংখ্যা বেড়ে চলেছে, কাজের যোগান কম | এ যুগে প্রযুক্তি এত উন্নত যে একশোটা মানুষের কাজ একটা যন্ত্র করে দিতে পারে- তাহলে পয়সা দিয়ে শুধু শুধু কেউ মানুষকে কাজে রাখবে কেন ?

কেউ ইঞ্জিনিয়ারিং পাস করে পুলিশে চাকরি করে, কেউ আবার ডাক্তারি পাস করে ব্যাংকে | পিএইচডি করে বহু ছেলেরা রেলে চাকরি করছে বা মিষ্টির দোকান খুলেছে | বহু মেয়েরা পিএইচডি করে গৃহবধূ হয়ে গেছে | সাইন্স, কমার্স, আর্টস-এ বহু ছেলেমেয়ে মাস্টার ডিগ্রী পাস করে অটো চালাচ্ছে বা বিউটি পার্লারে বসছে |

লেখাপড়া শেখে মানুষ জ্ঞান অর্জন করার জন্য | কিন্তু জ্ঞান দিয়ে তো আর পেটের জ্বালা মেটে না | পেটের জ্বালা সব থেকে বড় জ্বালা, আগুনে পুড়ে মরার জ্বালার থেকেও সাংঘাতিক | জ্ঞানকেও সে অজ্ঞানতায় পরিণত করে দিতে পারে নিমেষের মধ্যে | পয়সা না থাকলে সমাজ জ্ঞানের মূল্য দেয় না | যে দার্শনিকের পয়সা নেই তাকে মানুষ পাগল বলে, আর পয়সা থাকলে মানুষের ভুলভাল কথাও বেদ বাক্য হয়ে যায় | যে জ্ঞানী সে পয়সা গড়ে না অর্থাৎ বিদ্বান মানুষ পয়সা কামাবার যন্ত্র নয় কিন্তু পয়সা জ্ঞানী গড়ে অর্থাৎ জ্ঞানীর পয়সা হলে সে তার যোগ্য মর্যাদা ফিরে পায় | বিদ্যা, চাকরি ও অর্থ একই সূত্রে বাঁধা | বিদ্যা আছে অথচ চাকরি নেই- এর মানে মুখস্থ বা পুঁথিগত বিদ্যা | চাকরি আছে অথচ বেতন কম- এর মানে লেখাপড়া শিখেছে কিন্তু প্রয়োগ করতে শেখেনি | অর্থ আছে অথচ বিদ্যা নেই- এর মানে দু নম্বরি ব্যবসা |

আমি সবে জীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রী পেয়েছি ভারতের এক নামজাদা বিশ্ববিদ্যালয় থেকে | এখন সামনে প্রচুর লড়াই, অনিশ্চয়তাও প্রচুর |
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৪২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast