www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিরন্তন সুখ

জীবন সময়ের হাত ধরে ছুটে চলে
কিন্তু সময় ধরে না কারো হাত-
তাই সে স্বাবলম্বী: অপেক্ষা করে না কারো জন্য।
জীবন কিন্তু অপেক্ষা করে সুসময়ের জন্য, সহ্য করে আঘাত।

সময়ের আদি অন্ত কিছুই নেই-
সে অবিনশ্বর।
জীবন আজ রাতের ঝরে যাওয়া ফুল,
তবুও সে স্বপ্ন দেখে কাল সূর্যোদয় দেখার।

গরীব সহনশীল, ধনী কুঁড়ে,
উচ্চ মধ্যবিত্ত তৃপ্ত তার অবস্থান নিয়ে...
আসল লড়াইটা লড়ে নিম্নমধ্যবিত্ত-
সূর্যকে মুঠো করে, চাঁদের কালিমা মুছে দিয়ে।

দেশের মাটি চোরাবালি, বিদেশের বালি শক্ত-
পা কোথায় রাখব সেটা সময়ই বলবে
কারণ জীবন তার হাত ধরে আছে,
তাই অসময়ের দিনে সময়ই তাকে সঙ্গ দেবে।

হারজিত চোখ মেলে দখবে জীবন ও সময়ের সখ্যতা-
নিম্নমধ্যবিত্তের ঘুরে দাঁড়ানোর মুখ:
সংগ্রাম ও সফলতা যমজ ভাই।
ক্ষণিকের দুঃখ বয়ে আনবে চিরন্তন সুখ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast