www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সম্পর্ক

'সম্পর্ক' শব্দটির অর্থ অতীব গভীর | সমুদ্রের অতল তলের গভীরতার সাথে এর তুলনা করা যেতে পারে | এই সম্পর্কের কারণেই মানুষ নামক প্রাণীটি আজও এই পৃথিবীর বুকে বেঁচে আছে | কিন্তু অতি দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি যে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, তা আজ একেবারে তলানিতে এসে ঠেকেছে | তার গভীরতা এখন রাস্তায় জমে থাকা এক হাটু বৃষ্টির জলের মতো | এই গভীরতা কী করে এত কম হল দেখি !

আমি মধ্যবিত্ত পরিবারে জন্মেছি | বড় হয়ে উঠেছি মা বাবার সান্নিধ্যে | মা বাবাকে নিয়েই আমার জগৎ | ছোটবেলায় ভাবতাম- আমাদের এই সুন্দর ছোট্ট পৃথিবীটার মতোই বাইরের বড় পৃথিবীটা সুন্দর | বড় হয়ে বাড়ির বাইরে পা রেখে বুঝলাম যে আমার ধারণা সম্পূর্ণ ভুল ।

আমার মা বাবা আমার জন্য প্রচুর স্বার্থত্যাগ করেছেন, তাই আমি ভাবতাম- সব মা বাবাই একই রকম হয় | কিন্তু তা নয় | আমার বহু বন্ধু ছিল যাদের মা বাবার মধ্যে কোনও মিল নেই | বাবা হয়তো অন্য কোথাও, অন্য কোনওখানে, অন্য কারো সাথে সংসার করছেন | মা একাএকাই লড়ে যাচ্ছেন সন্তান মানুষ করার জন্য | কারোবা, মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয়বার বিয়ে করে নিয়েছেন | সৎ মা খুব অত্যাচার করেন | কারো মা গৃহবধূ নন, চাকুরীজীবি | তাই সে ছোটর থেকে আয়ার কাছে মানুষ | তার বাবা বাবার মতো থাকেন, মা মায়ের মতো আর সে তার মতো | কেউ কেউ আবার দু ভাই | ছোটটা বেশি আদরের | কারোবা, মায়ের দ্বিতীয়পক্ষ, বাবা নির্বিকার !

আমাদের আত্মীয়স্বজনদের মধ্যেও যারা বড় লোক বা হটাৎ করে বড় লোক হয়ে যেতেন, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেন বা সম্পর্ক রাখতেন না | আমরাও তাদের এড়িয়ে চলতম | আবার আমি পরীক্ষায় ভালো ফল করলে, দূরসম্পর্কের ভাই বোনেরা হিংসায় মুখ হাড়ি করে ফেলতো | আমিও তাদের মন থেকে মুছে ফেলতে শুরু করলাম | তাদের সাথে তাদের মা বাবারাও আমাকে হিংসা করতেন কিন্তু মুখে কোনও রকম প্রকাশ করতেন না | আমরা চিরকাল ভাড়া বাড়িতে থাকি | একজন নিকট আত্মীয় নতুন ফ্ল্যাট কেনার পর আমাদের মানুষ ভাবাই বন্ধ করে দিলেন | সম্পত্তির লোভে ভাই ভাইকে খুন করছে | ছেলে বাবাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করছে | বোনে বোনে মুখ দেখাদেখি বন্ধ | কাকা পিসি, মামা মাসিদের সাথে কোনও সম্পর্ক নেই |

এতো গেল রক্তের সম্পর্কের কথা | এ যুগে রক্তের সম্পর্ক ঠকায়- এই কথাটা পূবে সূর্য ওঠার মতো সত্য | যারা আমার বন্ধু ছিল বা আছে, তাদের সাথে আমার কোনও অন্তরঙ্গ সম্পর্ক নেই | এই বন্ধুত্ব নিছক প্রয়োজনের কারণে, ক্ষণস্থায়ী | ও আমাকে ভৌতবিজ্ঞানের নোট দিত, তাই আমি ওকে জীববিজ্ঞানের নোট দিতাম | অঙ্ক পরীক্ষায় শেষ ঘন্টা পড়ার ঠিক আগে উত্তর মেলাতাম দুজনে একসাথে | দুজন একসাথে থাকলে সময় কেটে যেত, তাই যত দিন এক সাথে এক জায়গায় কাজ করেছি, একসাথেই থেকেছি | এখন কাজও শেষ, সম্পর্কও শেষ | পরীক্ষায় ভালো ফল করলে, বন্ধুরা ভাবতো এই ছেলেটার জীবনটা কীভাবে নষ্ট করা যায় ! কাল যে বন্ধু ছিল আজ সে শত্রু হয়ে গেল | অনেকে আবার ভুল নোট দিয়ে দিত | পিএইচডি করতে গিয়ে দেখলাম সেখানেও একই অবস্থা | লোকে শুধু কেমিকাল লুকিয়েই রাখত না, যেটা চাইতাম অন্যটা দিয়ে দিত বা তাতে কলের জল মিশিয়ে দিত | নিজের ছাড়া কিছু ভাবে না- সেটা ভালো কথা কিন্তু অন্যের ক্ষতি করে কীভাবে এগিয়ে যাওয়া যায়- সেই মানসিকতাতো কোনও ভাবেই মেনে নেওয়া যায় না |

এবার আসি আর একটা সম্পর্কের কথায় | গুরুশিষ্য সম্পর্ক | শিক্ষাকতা এখন ব্যাবসার আর এক নাম | নোট (টাকা) দাও, নোট নাও | ছাত্রছাত্রী মানুষ হল কিনা তা নিয়ে শিক্ষকের কোনও মাথা ব্যথা নেই | তাই এই সম্পর্কটা আজ মরে গাছে পানা পুকুরের মতো | পিএইচডি করতে গিয়ে দেখলাম গাইড তার নিজের অক্ষমতাকে ছাত্রছাত্রীদের ঘাড়ে চাপিয়ে দিতেন | আমার পরীক্ষা নিরীক্ষার ফলাফল এলে, গাইড নিজেকেই মহান ভাবতেন আর ফলাফল না এলে বলতেন আমি ফাঁকিবাজ | অন্যের কাঁধে বন্দুক রেখে যিনি যত ভালো কাজ করিয়ে নিতে পারেন, তিনি তত ভালো গাইড হন |

স্বামী স্ত্রীর সম্পর্ক এখন রোগী ডাক্তারের সম্পর্কের মতো | ডাক্তার অবশ্যই এখানে সতীলক্ষ্মী স্ত্রী ! সব রোগীর আত্মীয়রা তো ডাক্তার পেটান না, আর সব শ্বশুর বাড়িতে বধূ নির্যাতন হয় না | অনেক বাড়িতে স্বামী নির্যাতনও হয় । স্ত্রীরা এখন ডাক্তারদের মতো সুরক্ষা চান | চাওয়াই উচিত | কিন্তু নিরীহ রোগীদের মতো নিরীহ স্বামীদেরও বাঁচার অধিকার আছে, এটাও যেন তারা মনেপ্রাণে অনুভব করেন | সব স্বামী তো খারাপ নয়, আবার সব স্ত্রীও ভালো নয় | সুরক্ষা সবার জন্য | নইলে হাসপাতালও টিকবে না, সংসারও টিকবে না !

ভয় হয়, 'সম্পর্ক' শব্দটা যেন চোরাবালিতে তলিয়ে না যায় | না, চোরাবালির গভীরতা সম্পর্কে আমার কোনও রকম ধারণাই নেই !
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৪২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast