সম দুজন
    ==============
আমি মরিচ- তুমি জাল
আমি চিনি কিংবা মধু-
তুমি সখের মিঠায় কদু;
তুমি অতীত- আমি বর্তমান
চলছে ভালবাসা অফুরান।
তুমি সবুজ সোনালি মাঠ
আমি ঘাসফড়িং উড়া উড়া
ঘাসের বুকে চাঁদ- তুমি ফন্দী
করার ফাঁদ আমি আটকানো ঘাট
এভাবেই জ্বলবে পূর্ণিমার রাত;
তুমি ভীষণ নদীর জল- আমি
ডুবে যাওয়া ঢেউ দুজনা মাছ
ধরতে করে যাই ঘল বল- তবুও
ফুরায় না সম ভরা সুখের ঘর
বয়ে যাক বসন্ত ফাল্গুণের তুফান।
০৩ ফাল্গুণ ১৪২৬, ১৬ ফেব্রুয়ারি ২০
---------------------------------
আমি মরিচ- তুমি জাল
আমি চিনি কিংবা মধু-
তুমি সখের মিঠায় কদু;
তুমি অতীত- আমি বর্তমান
চলছে ভালবাসা অফুরান।
তুমি সবুজ সোনালি মাঠ
আমি ঘাসফড়িং উড়া উড়া
ঘাসের বুকে চাঁদ- তুমি ফন্দী
করার ফাঁদ আমি আটকানো ঘাট
এভাবেই জ্বলবে পূর্ণিমার রাত;
তুমি ভীষণ নদীর জল- আমি
ডুবে যাওয়া ঢেউ দুজনা মাছ
ধরতে করে যাই ঘল বল- তবুও
ফুরায় না সম ভরা সুখের ঘর
বয়ে যাক বসন্ত ফাল্গুণের তুফান।
০৩ ফাল্গুণ ১৪২৬, ১৬ ফেব্রুয়ারি ২০
---------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০২/২০২০খুব ভালো
- 
        শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০২/২০২০অপরূপ
- 
        মোহন দাস (বিষাক্ত কবি) ১৬/০২/২০২০ভালো ।
- 
        সাইয়িদ রফিকুল হক ১৬/০২/২০২০ভালো।


