www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘ হবো

====================
আমি মেঘ হয়ে যাচ্ছি-
কিছু বর্ণমালার রঙধনু হবো বলে!
আমি তারা ছুঁইতে চাই-
শুধু একুশ আছে বলে; আমি বৃষ্টি ঝরাতে
হতে চাই না- কারণ ভয়ঙ্কর
কালবৈশাখির মেঘ হতে হবে বলে-
আমি মেঘ হয়ে যাচ্ছি।

আমার বর্ণগুলো এক একটা ফুল
অসীম পবিত্র এবং সু-গন্ধীময়!
তবুও অবুঝ শিশুরা বুঝে না- এ ক্লান্তিময়;
শুনে রাখো- শুনে রাখো- সালাম,
রফিক, জ্বাবার আরও নামনা জানা কত
শহীদ আছে- এ বর্ণ বাংলার বুকে
তাজা গন্ধফুল হয়ে!
আমি মেঘ হয়ে যাচ্ছি।

আমি দেখবো শুধু মেঘ হয়ে- তোমাদের শ্রদ্ধাসুল
আমি বর্ণ হয়ে হাসব- ঘাসফড়িংর সাথে দোলাদুল
তবুও শ্রদ্ধাটুকু হারাও না- কোন অবর্ণের কুল
আমি মেঘ হবো এতো আমার শুধু পণ মেঘ হবো।
আমি মেঘ হয়ে যাচ্ছি।

২১ মাঘ ১৪২৬, ০৪ ফেব্রুয়ারি ২০
---------------------------------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর ব্যাখ্যা
  • ফয়জুল মহী ০৪/০২/২০২০
    অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
  • সুন্দর ।
 
Quantcast