www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে SSC তুমি (১ম অংশ)


S.S.C , S.S.C, S.S.C তুমি বড়ই নিষ্ঠুর
         S.S.C
তুমি মায়ের বোকুনি ,বাবার আশা
গভীর রাতের গরম চা ,
তুমি একলা জেগে থাকা
মধ্যরাতের  পাগলামি |
তুমি মায়ের আবেগ , চোখের স্বপ্ন
বড় বোনের নিজের অভিজ্ঞতা,
S. S.C তে তার পড়াশুনার কথা
নিজেকে তুচ্ছ মনে করা  |
S.S.C , S.S.C  তুমি
অলস ছেলের বিছানা ত্যাগী
           সেই প্রতিবাদ
তুমি বাবার নিষ্ঠুর ,
      বাক্যের সেই বানী |
তুমি নিজেকে বিলীন করা
       একটি সত্য
তুমি প্রতি বছর এসে ,
কিছু  তরুন্যের ঘুম ভেঙ্গে দাও  শেষে I
S.S.C, S.S.C , S.S.C
তুমি শিক্ষার্থীর ১ম সাফল্যের চাবী |
তুমি মায়ের শুকনা ঠোঁটের ,
ইয়াসিন সূরার অমৃত বানী
আর কোমল হাতের দোয়া |
তুমি কয়েক হাজার বার
  প্রভুকে সরণ করা  |
তুমি শীতের সকালে তারাতারি,
        ঘুম থেকে জাগা
চোখের নিচে কালি পরা ,
আর অযথা চিন্তা |
তুমি স্যারদের বাড়িতে,
            ছোটাছুটি |
বিশাল অর্থের হাতাহাতি ,
নোটের গাদাগাদি ,
সাজেশনের মারামারি |
তুমি শিক্ষকের কারচুপি
প্রশ্ন ফাঁসের আহাজারি |
তুমি বন্ধুর সাথে মিথ্যা ,
            কথা বলা |
তুমি  স্বার্থপর  নিজ্ব কল্যাণে সর্বোদা
তুমি ভীত , তুমি অনাহারী |
তুমি সেই আত্মীয় – স্বজনদের
দোয়া নাওয়ার ঝুঁড়ি
তুমি চিন্তা , তুমি আবেগ
 তুমি ঘুম হারা  একটি
      শিক্ষার্থীর নিশি    |

রচনাকাল : ২০১২ সালের পরীক্ষা চলাকালিন কোন এক সময় |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সজীব ০৮/১০/২০১৬
    সত্য +সুন্দর লিখেছেন
  • M. U. Rakib ০৮/১০/২০১৬
    হা হা হা
  • কবিতার আসরে পড়ে নিয়েছি।
  • সোলাইমান ০৮/১০/২০১৬
    অনেক সুন্দর ভাবে ফুটে তুলেছেন কবি। অনেক সুন্দর।
  • রোজারিও ০৮/১০/২০১৬
    অসাধারণ হিউমারে লেখা কবিতাটি আবেগাল্পুত করে! আপনাকে ধন্যবাদ এটা শেয়ার করার জন্য ।
 
Quantcast