www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জানা অজানা নানাহ কথন

সুবিশাল আকাশের পায়া নেই, পাহাড় ও পর্বতের সমতা নেই,
সাগর ও মহাসাগরের পানির পরিমাণ জানা নেই!
কোন সাগরের পানি নোনতা, কোনটা লোহিত- রক্তাক্ত, কোনটা মৃত!
আকাশ ভেদিয়া উপরে যা আছে বৈজ্ঞানিক ও মহামানবেরা কিছু জানলেও ঢের অজানা!
সারা বিশ্বময় কি পরিমাণ বৃষ্টি হয়, কোন উৎস থেকে হয় তার জানা নেই,
কোথাও বজ্র বৃষ্টি, কোথাও শীলা বৃষ্টি, কোথাও বৃষ্টির খরা!
কত শত মরুভুমি পড়ে আছে পৃথিবীময় তার ইয়ত্তা নেই,
কোনটাতে উদ্ভিদ জন্মায়, কোনটাতে জন্মায় না, তবে জলের জন্যে খাঁখাঁ করছে!
কি পরিমাণ জমি চাষবাসের যোগ্য, কি পরিমাণ অযোগ্য তার মাত্রা নেই,
কোথাও মানুষ চাষবাস করছে, কোথাও করছে না, বেশীর ভাগেরই খবর জানেনা!
কি পরিমাণ মানুষ দৈনিক জন্ম নিচ্ছে, কি পরিমাণ মারা যাচ্ছে তার খবর নেই, আশ্চর্য্য হলে ও ধ্রুব সত্য কোন মানুষ চীরদিন বেঁচে থাকে না!
তবে কেন সীমাহীন বাড়াবাড়ি,চোরাচুরি, ছোঁড়াছুড়ি, খূনাখুনি ?
ইনসান কি মনে করে? কোটি কোটি মানুষ কি হিসেব ছাড়া পুণ্য কামাই করছে?
তারা কি পরিমাণ পাপীতাপী তার কি ইয়ত্তা আছে?
ইস্তেগাফারে অগণিত মানুষকে খোদা মাফ করে দিচ্ছে, কারন খোদা দয়াময়!
অবিবেকবান মনুষ্যকে দয়াময় পাকড়াও করবে যারা ঈমান আনেনি!
অসৎ কর্ম সম্পাদনকারী, দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টিকারী, ইয়াতিমের মাল ভক্ষণকারী,
জ্বেনা, ব্যাভিচারী, ব্যাভিচারিনী, মিত্যাবাদী, পাপীষ্ট- নরাধম, অন্যায়ভাবে সম্পদ হরণকারী, ভুলে যেও না!
মানুষ না দেখলে ও অদৃশ্য আল্লাহ্‌র সৃষ্টি ফেরেশতা এই হিসেব রাখছে।
বিধি আরেক জাতি সৃষ্টি করেছে যারা মানুষের ক্ষতি করছে আবার নিজ নিজ সূকর্ম ও করছে!
তারা জ্বীন জাতি, তাদেরকে নিজেদের অবয়বে মানুষ দেখে না!
কিন্তু তারা মানুষকে দেখে! জ্বালাতন করে, দিব্যি পাখা দিয়ে উড়ে বেড়ায়!
তাদের সূকর্ম, অপকর্মের জন্যে ও খোদা পাকড়াও করবেন, সন্দেহ নাই!
মেহেরবান খোদার রাজ্যে মানুষ ও জ্বীন কত্ত অসহায় !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তুষার রায় ১৭/০৫/২০১৭
    খোদা দয়াময়
    সত্য কথন
  • মধু মঙ্গল সিনহা ১৭/০৫/২০১৭
    ভালো লাগলো।
    • রেজাউল আবেদীন ১৭/০৫/২০১৭
      লিখা পড়ে আপনার ভাল লাগলে জেনে আমার ও ভাল লাগল।
      ধন্যবাদ। সকল শুভাশুভ মংগলের প্রত্যাশায়।
  • সাঁঝের তারা ১৬/০৫/২০১৭
    ভাল
 
Quantcast