কবিতা
-
চলে যাবার জন্যই এসেছি
এই মায়ায় ভরা পৃথিবী ছেড়ে চলে যাব।
এই মনোহর প্রকৃতি, সবুজ পাহাড়, নীল সাগর...
এই সুন্দর নিজের মাতৃভূমি,এই সুন্দর ফুলেদের ছেড়ে, সুন্দর চঞ্চলা নদীদের ছেড়ে চলে যাব, খুব কষ্ট ... [বিস্তারিত] -
কোনো একদিন জগৎপিতা তোমায় জানাবেন ঠিকই
তোমার কাছে কী ছিলাম আমি।
তখন আর থাকব না আমি
তখন তুমি বুঝবে, আগে তোমার কাছে কী ছিলাম আমি। [বিস্তারিত] -
-
পাপের সারি এমন হলে
মৃত্যু কে যায় ই না চিনা
তাই তো তোদের মৃত্যু
এভাবেই বিলিয়ে দিবি; [বিস্তারিত] -
সবাইকে বাঁচাই
আব্দুল কাদির মিয়া
===============
আয় ছুটে সব দেখরে চেয়ে [বিস্তারিত] -
মানুষের সঙ্গে বাড়াবাড়ি করতে পারিনা
পারি না একটু কড়াকড়ি আচরণ করতে
হেতা কূপমন্ডুক ই বেশি, পোড়ায় অবিরত
আঁখিজল মুছি একাকি তাই নীরব পশ্চাতে। [বিস্তারিত] -
সকল পুরুষ ধর্ষক হয় না
কিছু পুরুষ বাবা হয়
কিছু পুরুষ ভাই হয়
কিছু পুরুষ দাদা হয় [বিস্তারিত] -
এই বন্যার কি বাবা মা নেই
যাহার শোকে আকাশ কাঁদে’
মাটির বুকে জল থৈ- থৈ
এই বন্যার কি বাবা মা নেই; [বিস্তারিত] -
স্বপ্নগুলো ধূসর রঙ ধরেছে
মৃত্তিকার বুকে আশ্রয় নিয়েছে
নতুন স্বপ্ন দেখা কঠিন আজ
মোর চোখে তে লাগে ভীষণ লাজ [বিস্তারিত] -
র্নিবোধ এবং আবেগপ্রবণ
এই বাঙালি জাতি-
খুব সহজেই হতে পারে
ভীষণ আত্মঘাতী। [বিস্তারিত] -
চিৎকার, আর্তনাদ আর কান্নায়,
দশদিক আতংকিত আজ!
সকাল, বিকাল, রাতে-
ভয়াবহতা আঘাত করছে দরজাতে। [বিস্তারিত] -
সহসা সবকিছু অচেনা মনে হয়
বিষাদের দুনিয়ায় দাঁড়াবো কোথায়
যেখানে যাই সেখানেই দরজা বন্ধ
স্ব-জাতির ব্যবহারে হয়ে যাই স্তব্ধ। [বিস্তারিত] -
যে দিন প্রেম নিবেদন করলাম
নীরব চুপ তারপর উত্তল সাগর
এক প্রেম মরা জল যেনো
বুলেটের আঁকা চুমু; ঝাঁঝরা হয়ে গেলো [বিস্তারিত] -
কত ক্ষুদ্র আমি কত ক্ষুদ্র
পৃথিবীর তুলনায় আমি
হাজার মানুষের ভিড়েতে
সবচেয়ে ক্ষুদ্র এই আমি। [বিস্তারিত] -
যে ছেলে হারিয়ে গেছে মিছিলের ফাঁকে অন্তিমকালে,
তার পিতাকে কি করে আমি শান্তনা দেবো?
সহসা যে মায়ের আচল শূন্য হয়ে গিয়েছে,
আমি কি করে শুনাবো তাকে কষ্টের কবিতা। [বিস্তারিত] -
সোনালী ধানে রোদের ছোঁয়া
ছড়িয়ে আছে কত যে মায়া
কাঁচা সোনা রোদ ছড়ায়ে ঝিলিক
ছুটে চলে অবিরাম দিক-বিদিক। [বিস্তারিত]