সেতু
দুটো পাড় এক হতে চায় নি
তবু আমি সেতু গড়তে চেয়েছি
কি আছে হায় মহাজনের ইচ্ছা
জানি না,শুধু হার মেনেছি।
হার মেনেছি আমি বারবার
তবু হাতে হাত মেলাতে চেয়েছি
হৃদয়ের উষ্ণতায় একে অপরকে
কোলাকুলি করানোর চেষ্টা করেছি।
কোলাকুলি করতে চায় না কেউ
চায় না কেউ আপন হতে আর
আপনার স্বার্থে ব্যস্ত সারা দুনিয়া
এর মাঝে ই চেষ্টা সেতু গড়ার।
মহাজনের ইচ্ছা জানি না আমি
প্রার্থনা শুধু ভালোবাসার সেতু
গড়ে উঠুক সদা মানুষের মাঝে
গোলাম আমার চাওয়া এইত এটুকু।
তবু আমি সেতু গড়তে চেয়েছি
কি আছে হায় মহাজনের ইচ্ছা
জানি না,শুধু হার মেনেছি।
হার মেনেছি আমি বারবার
তবু হাতে হাত মেলাতে চেয়েছি
হৃদয়ের উষ্ণতায় একে অপরকে
কোলাকুলি করানোর চেষ্টা করেছি।
কোলাকুলি করতে চায় না কেউ
চায় না কেউ আপন হতে আর
আপনার স্বার্থে ব্যস্ত সারা দুনিয়া
এর মাঝে ই চেষ্টা সেতু গড়ার।
মহাজনের ইচ্ছা জানি না আমি
প্রার্থনা শুধু ভালোবাসার সেতু
গড়ে উঠুক সদা মানুষের মাঝে
গোলাম আমার চাওয়া এইত এটুকু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২৫/০৬/২০২২সুন্দর !
-
সিবগাতুর রহমান ২৫/০৬/২০২২সুন্দর লিখেছেন কবি
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৬/২০২২সুন্দর আন্তরিক চাওয়া!
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৬/২০২২সেতুবন্ধন হবে।
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৬/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ২৩/০৬/২০২২চমৎকার।