www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুহাম্মদ(সাঃ)

মুহাম্মদ নাম মোর গলার মালা
ঐ না‌মের গুনেই জুড়ায় জ্বালা
বু‌কে‌তে রে‌খে ঐ না‌মের ধেয়ান
খু‌লে যায় অন্তর চক্ষু সকল জ্ঞান।


আমার সকল কা‌জে সকল সময়
ঐ না‌মে‌র গু‌নেই শ‌ক্তি জোগায়
কখ‌নো তমশায় ডু‌বে গে‌লে মন
ঐ নামের গু‌নেই ফের হয় রওশন।


মুহাম্মদ নাম মোর গলায় প‌ড়ি
সকল ব্যথায় ম‌নে‌তে শা‌ন্তি ধ‌রি
ঐ না‌মের ই দরুদ প‌ড়ি সকাল সা‌ঝে
সার্থকতা খু‌জে পাই সকল কা‌জে।


ঐ না‌মের ই রওশ‌নে আ‌লো‌কিত ধরা
‌সেই অা‌লো‌তেই পাই মু‌ক্তির ধারা
আমার হৃদয় দি‌নে রা‌তে ঐ না‌মে‌তে
মসগুল রয় সদা ঐ না‌মের ধ্যা‌নে‌তে।


আমার হৃদয় ম‌দিনা‌তে ছু‌টে যে‌তে
প্রিয় নবীজীর ত‌রে সালাম জানা‌তে
ব্যাকুল সদা দি‌নে র‌া‌তে সারা‌বেলা
মসগুল রই আ‌মি মুহাম্মদ না‌মে‌তে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast