www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে আসা

দিন বয়ে যায়, সময় গড়ায়
বয়স চলে যে বেড়ে,
কাল যা ছিলাম তাই অবিরাম
পিছনে আসছি ছেড়ে।
অজানার পথে কোন অজ্ঞাতে
দূর হতে চলি দূরে,
তাও দূর হতে সেই একই পথে
ফিরে আসি পথ ঘুরে।
বারে বারে তাই আমি খেলে যাই
তোমাদের খেলাঘরে,
খেলা শেষ হলে ফের পথ ভুলে
হারাতে হঠাত্‌ করে।
যে বাঁধন বাঁধি, অন্ত অনাদি
চলি সে বাঁধন ছিঁড়ে,
তবু বাঁধনে বাঁধা এ মনে
পিছনেই আসি ফিরে।
যেথা নেই ঠাঁই, আমি ডুবে যাই
সেখানেই বারে বারে,
তবু থেকে যাই যতো না হারাই,
সেই তোমাদেরই দ্বারে।
খুলে দাও দ্বার, দাও অধিকার
থাকার ক্ষণিক তরে,
দিন করে পার নাহয় আবার
হারাবোই অগোচরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৮/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাসেল আল মাসুদ ১৩/০৯/২০১৩
    মানুষ শেষ পর্যন্ত ফিরতেই চায়, যদিও সে জানে-
    "দিন করে পার নাহয় আবার
    হারাবোই অগোচরে"
  • ওয়াহিদ ১৩/০৯/২০১৩
    Kobita Tar Majher Kicu Line Mone Gethe Rakhte Ichche Korche .....
    Sundor likhechen ....
 
Quantcast