www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একাত্বতা ঘোষণা

সেদিনটাও ছিলো ঠিক এমন'ই এক ফাগুন ,১৩৫৮ এর ৮ই ফাল্গুন
শিমুল,কৃষ্ণচূড়ার ডালেও জ্বলছিল রক্তাক্ত আগুন ,
আগুন জ্বলছিলো ছাত্র,যুবার শিরা উপশিরায় আর স্নায়ুকোষে ৷

আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হলে যে থামেনা ওরা ভুলে গিয়েছিলো ,
ভুলে গিয়েছিলো এ জাতিকে যে দমানো যায়না ,
এ জাতি বাঙালী জাতি হায়েনার দল তা বেমালুম ভুলেছিলো ৷

দৃঢ় শপথে বলিয়ান ছাত্র,জনতা ভাংবেই অবৈধ ১৪৪ ধারা ,
রাষ্ট্রভাষা বাংলা চাই , স্লোগানে একাত্ব পুরো মিছিল ,
ওদিকে ওঁত পেতে আছে উলঙ্গ মানসিকতার পাকিঃ হায়েনারা ৷

অ,আ'র স্লোগানে অবারিত উচ্ছ্বাসে মিছিল এগিয়ে চলেছে ,
হঠাৎ-ই ঝাঁপিয়ে পড়লো সু-সজ্জিত লম্পট বুলেটের দল ,
সালাম,বরকতদের রক্তও একাত্বতা ঘোষণা করলো সে মিছিলে ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পি পি আলী আকবর ০৫/০২/২০১৮
    দারুণ
  • অসাধারণ কাব্য নির্মাণ।
  • সাঁঝের তারা ০৪/০২/২০১৮
    বেশ সুন্দর
  • Sundar
 
Quantcast