www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে নষ্টা কে স্রষ্টা

হ্যাঁ আমি বেশ্যা ,
আমাকে দেখে তোমার নারী লিপ্সু চোখ
কখনো কি তাকে পেরেছো করতে নির্লোভ ?
তখনও কিন্তু আমি শৈশব পেরুতে পারিনি
অথচ দেখেছি তোমার সেই নোংড়া চাহনি ,
তোমার সে চাহনী আজও ভুলতে পারিনি ৷
শৈশব পেরিয়ে সবে কৈশরে পা দিয়েছি
তখনই আমায় দেখে হাসলে তুমি অট্টহাসি ,
বললে ঐ ছেমরি চল সিনেমা দেখে আসি ৷
আর সিনেমা দেখাই কাল হলো জীবনে
তোমার বেহায়া হাত ছুঁলে আমার শরীরে
আর আমার বক্ষ পিঞ্জর মৈথুন করলে ,
মুক্তি চেয়েছি সে সময় কতো আর্তনাদে
কিন্তু তুমি নোংরা স্বার্থ চরিতার্থ করলে ,
রাতের আঁধারে বেঁচে দিলে পতিতালয়ে ৷
হ্যাঁ হ্যাঁ আমি বেশ্যা , আমি নষ্টা নষ্টা নষ্টা
কিন্তু !
আমি যদি নষ্টা হই তবে তুমি কি করে স্রষ্টা?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast