www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসংগতি

সমাজের এই অসংগতির সাথে
ছুটে চলেছি আদিম কাল থেকে ,
সিন্ধু যুগ পেরিয়ে আজ বর্তমানে
তবুও অসংগতি ভরা এ সমাজে ৷
বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে যাচ্ছে
আর হাহাকার সবেতে পুর্ণতা পাচ্ছে,
কেউবা উঁচু অট্টালিকায় বাস করে
কেউ ফুটপাতেও জায়গা খোঁজে ৷
স্বল্প বসনে ওরা অত্যাধুনিক হয়েছে
কেউ জোড়াতালিতে শরীর ঢাঁকছে ,
ডাস্টবিনে কেউ আহার খুঁজে মরছে
কেউ ভাব দেখিয়ে অন্ন ফেলে দিচ্ছে ৷
সতীত্ব বিক্রি করে অন্ন যোগান দিচ্ছে
কেউ শখের বসে সবই বিকিয়ে দিচ্ছে ৷
হা!!!আমরা নাকি সভ্য আজ সমাজে
কতো রুপ আজ অসংগতির সমাজে
দেখি সব চোখ মেলে বলতে মানা মুখে ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast