www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সর্বংসহা

তিক্ততা মরুর বেশে ধরা দিলে মরিচিকা হয়ে যায় জলপ্রপাত,
ধূসর গগন চুল্লির প্রকোষ্ঠে ঠেলে দিলে শুক্লিমা হয়ে যায় তীব্রমধ্যম,
শুক্লপক্ষের তারাগুলো তোমায় খুব জ্বালাতন করে,
রেগে গেলে তুমি! আর সমাপ্তির পরে,
বেশ গুছিয়ে ভস্ম সরিয়ে নিতে পারলে।
তুমি যতটুকু বাস্তব দেখ তার অনেকটাই মিথ্যে, যা দেখনা তাতে মিশে আছে হাজারো সত্যতা,
আষ্টে-পৃষ্ঠে জলন্ত সত্যি, নিভু হয়ে যাবে উপরপাওনা।
তোমাতে শক্তিটুকু মিশে থাক, মরিচিকায় জন্ম হোক দীর্ঘ ঝরনার,
মিশ্র হোক অগোছালো আবদার!
সর্বংসহা আমি ভগবতীর পূজা করে যাবো সরিৎ পাড়ে,
কোন ক্লেশাভাব এই তোমার অক্ষাংশ থেকে আমায় সরিয়ে দিতে পারে না,
হাঁটু গেড়ে বালাই কামনা করা পাচক'কে বিধাতা ফিরায় না, তুমি অধৈর্য্য হয়ে শিষ্টতা ভুলে গেলে;
সময়ে বাহুবল হয়ে ওঠা পাচক তবুও তোমায়ভাগ্যে রাখে।





নবীনগর, নিরিবিলি
৮-৫-২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast