www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অদৃশ্য দৈত্য

বস্তুত পৃথিবীর এক কোনে নিঃসঙ্গ হয়ে আছে মানুষ,
সভ্যতা একাকি ভুতের মত দ্বিগ্বীদিক ছুটছে,
প্রকৃতি দুলছে স্বাধীনতায়।
এই পৈচাশিকতা সবটাই  মানবের দখলে ছিল,
আজও মানবের দখলে তবে একটু ভিন্নতায়,
কিছু একটা মানবকে দখল করে আছে বাজেভাবে।
প্রদীপ নিভিয়ে হাজারো পূজো করছে এই দৈত্য,
এক কফিনে বেধে আছে লাখের পর লাখ,
নড়েচড়ে উঠছে না কোন পোড়াকপালের দল, বহর।
কেউ সঙ্গী নেই।
কোথায় ক্ষমতা, মিলিয়ে গিয়ে মাটিতেই আত্মসমর্পণ।
স্তব্ধ বিশ্বে রাজত্ব করে বেড়ায় কে এই অদৃশ্য?
নিমিষেই হারিয়ে নিজের জাত হয়ে ওঠে অন্য জাত,
তবুও মানব, মানবিকতা বিবর্জিত কোন আতুরাশ্রমে বসবাস তোমার!
যদি প্রকৃতি জাগতে পারে, তুমি আমি তো আশরাফুল মাখলুকাত,
এই সংকট কাটবেই শুধু ভিরু হও একসত্ত্বায়।




নিরিবিলি, নবীনগর
১৫-৪-২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast