www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দানে বাড়ে মান

নষ্ট যত কষ্ট তত,
ভ্রষ্ট মন যত্ন কম।
মন্দ শত যুদ্ধ রত,
সন্ধি করো অবি রত।
ক্লিষ্ট নও স্নিগ্ধ হও,
ফল খাও পুষ্ট রও।
ধৈর্যে থাক রুষ্ট ছাড়ো,
তুষ্ট রাখ পুণ্য কাড়ো।
লোভী নয় ত্যাগী হও,
সত্য কথা জোরে কও।
ডর ভয় নয় কোনো,
মিথ্যা বাক ছাড়ো যেনো।
ভাগ নয় দেশ জ্ঞাতি,
সাম্য শান্তি এক জাতি।
হক পথ ধর সব,
বল সদা এক রব।
ভাই ভাই মিল হব,
ছহী মতে কথা কব।
দেশ গড়ো ভেদ ভুলে,
প্রেম ফ্রেমে রাখ তুলে।
কান পেতে শুনো বিধি,
তুমি তাঁর প্রতি নিধি।
মেনে চল সোজা পথ,
বাঁকা পথে নয় মত।
স্মর তাঁরে মন খুলে,
শান্তি পাবে ক্লান্তি ভুলে।
রোজা রাখ পাপ মুছো,
প্রেম দিয়ে কাছে পৌঁছো।
পাপ থেকে বাঁচে যারা,
মাফ পায় শুধু তারা।
কষ্ট করো কেষ্ট ধরো,
খুশি থাকো মন ভরো।
ভ্রম নীতি নয় ভবে,
সত্য নীতি আনো তবে।
কর্ম খালি মম জানি,
রুজি করো স্বচ্ছ মানি।
বাবা মাকে মান্য করো,
স্বর্গ সুখ কষে ধরো।
কানা কানি ফিস ফিস,
দূরে ছুঁড়ে আলো দিস।
নিজ প্রাণ করে দান,
গাও তাঁর গুণ গান।


২৪.০৩.২০২২
কল্যাণপুর, ঢাকা-১২০৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৪/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast