www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিকষ আঁধারে আলোর প্রতিবিম্ব

জাহেলিয়াত ছেয়ে গেছে সর্বত্র সবখানে
বিবেক বর্জিত অন্ধ হৃদয়ের কোণে
সবাই রাজা কার কথা কে শোনে?
দিক ভ্রান্ত পথিক পথ হারিয়ে ঘুরে বনে বনে,
জ্বলে আগুন জ্বলে দাউ দাউ করে প্রজ্জ্বলিত হুতাসনে।


নিপীড়িত নির্যাতিত একাংশ
শ্লীলতা হারায় মা-বোন অবোধ শিশু
নিরাপত্তাহীনতায় যাপন করে দিন রাত
কবে ফিরবে সত্য সুন্দরের সুপ্রভাত?
আশায় আশায় অতিবাহিত হয় জীবন কাল।


শাসকের শোষণে গলধঘর্ম সাম্রাজ্যের পর সাম্রাজ্য
অধিকার স্বাধিকার পায় না খুঁজে আহা আশ্চর্য
কৃত্রিমতা দিয়েই চায় ভালোবাসার উন্নয়ন
কিঞ্চিৎ যৎসামান্য প্রীতিরাকাংখায় শূন্যতায় উড্ডয়ন।


চাতকীয় ভাবনায় শান্তির খোঁজে রাজ্যের প্রজাগণ
দুঃসহ যন্ত্রণা দিয়ে যায় আগুনের লেলিহান
শুধুই দেখতে হয় কয়দিন পর পরই মৃত্যুর জয়গান।


অভাব অনটন ব্যথা বেদনা সইতে না পেরে
হাবুডুবু খায় গভীর থেকে গভীরতর অন্ধকারে
মুক্তি পেতে সম্মান বাঁচাতে অতপর আত্মহত্যা করে।


কঠিনতর বিভীষিকার পরেই হয় জীবন সহজতর
আজকের তুলনায় আগামী হোক আরো উন্নততর।


মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আচরণে পশু তুল্য
চোখ কান মন থাকা সত্তেও দিতে পারে না সভ্যতার মূল্য।


এত সাধনা আরাধনা তবুও ফলাফল কেবলই ডিম্ব,
নিখাদ আরাধনায় সুপ্ত সাধনায়-
নিশ্চয়ই উদ্ভাষিত হবে নিকষ আঁধারে আলোর প্রতিবিম্ব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৭/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast