খোলাফায়ে রাশেদা
    খোলাফায়ে রাশেদার সেই দিনগুলো
আবার যদি ফিরে আসতো
আবারো সুখি হতো পৃথিবীর মানুষগুলো-
এবং ইসলামী নিয়ম মানতো।
অকাট্য বিধান দয়ার নিধান পেয়ে তারা, মহানুভব
সত্যিকার মানব কল্যাণকামী
যারা নিজেদের চেয়ে অপরকে অগ্রাধিকার দিয়ে
মর্যাদার শীর্ষে অগ্রগামী।
রাসূলের সাহাবারা ছিলো সবার প্রিয় নিখাদ-
সত্যানুসারী অবিচল অটল
এমন মননশীল মানুষ যদি এ যুগে পেতাম
জীবন হতো অতীব সহজ সরল।
আবার যদি ফিরে আসতো
আবারো সুখি হতো পৃথিবীর মানুষগুলো-
এবং ইসলামী নিয়ম মানতো।
অকাট্য বিধান দয়ার নিধান পেয়ে তারা, মহানুভব
সত্যিকার মানব কল্যাণকামী
যারা নিজেদের চেয়ে অপরকে অগ্রাধিকার দিয়ে
মর্যাদার শীর্ষে অগ্রগামী।
রাসূলের সাহাবারা ছিলো সবার প্রিয় নিখাদ-
সত্যানুসারী অবিচল অটল
এমন মননশীল মানুষ যদি এ যুগে পেতাম
জীবন হতো অতীব সহজ সরল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সাইদুর রহমান ০৫/০২/২০১৯সুন্দর লিখেছেন।
- 
        মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০২/২০১৯দারুণ
- 
        সাইয়িদ রফিকুল হক ০৪/০২/২০১৯হজরত উমর রা., হজরত উসমান রা., হজরত আলী রা.,...
 খোলাফায়ে রাশেদীনের আমলে নৃশংসভাবে খুন হন।
 খারাপ লোকগুলো সবসময় সক্রিয়।
- 
        সেখ আক্তার হোসেন ০৪/০২/২০১৯খুব ভালো লিখেছেন


