প্রিয় বাংলা
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার দেশ
বাংলা আমার সুখ-শান্তি
বাংলা আমার ক্লেশ।
বাংলা আমার ভুবন পথে
প্রথম পথচলা
বাংলা আমার প্রাণটা খুলে
প্রথম কথা বলা।
বাংলা আমার চলার পথে
শান্ত শীতল ছায়া
ভুবন ঘুরে যেথায় এসে
জুড়ায় আমার কায়া।
বাংলা আমার মায়ায় ঘেরা
ছোট্ট সুখের বাসা
হিয়ার মাঝে পুষে রাখা
সুপ্ত ভালোবাসা।
বাংলা আমার রাগ অনুরাগ
বাংলা আমার প্রেম
হাজার স্মৃতির রঙে রাঙা
হাজার ছবির ফ্রেম।
বাংলা আমার দেশ
বাংলা আমার সুখ-শান্তি
বাংলা আমার ক্লেশ।
বাংলা আমার ভুবন পথে
প্রথম পথচলা
বাংলা আমার প্রাণটা খুলে
প্রথম কথা বলা।
বাংলা আমার চলার পথে
শান্ত শীতল ছায়া
ভুবন ঘুরে যেথায় এসে
জুড়ায় আমার কায়া।
বাংলা আমার মায়ায় ঘেরা
ছোট্ট সুখের বাসা
হিয়ার মাঝে পুষে রাখা
সুপ্ত ভালোবাসা।
বাংলা আমার রাগ অনুরাগ
বাংলা আমার প্রেম
হাজার স্মৃতির রঙে রাঙা
হাজার ছবির ফ্রেম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২২/০৭/২০২৫অসাধারণ অনুভূতি প্রকাশ।