জানি একদিন মরে যাবো
জানি একদিন মরে যাবো,
শুকনো পাতার মত ঝরে যাবো
পৃথিবী নামক এই বৃক্ষ থেকে
একদিন।
তবু বেঁচে থাকার সাধ কভু
হয়না বিলীন।
আহ! কী স্বাদ বেঁচে থাকার
রঙ বেরঙের স্বপ্ন আঁকার।
কভু শোধ হবেনা এই জীবনের ঋণ।
জানি একদিন মরে যাবো,
শুকনো পাতার মত ঝরে যাবো
পৃথিবী নামক এই বৃক্ষ থেকে
একদিন।
শুকনো পাতার মত ঝরে যাবো
পৃথিবী নামক এই বৃক্ষ থেকে
একদিন।
তবু বেঁচে থাকার সাধ কভু
হয়না বিলীন।
আহ! কী স্বাদ বেঁচে থাকার
রঙ বেরঙের স্বপ্ন আঁকার।
কভু শোধ হবেনা এই জীবনের ঋণ।
জানি একদিন মরে যাবো,
শুকনো পাতার মত ঝরে যাবো
পৃথিবী নামক এই বৃক্ষ থেকে
একদিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২৭/০৭/২০২৫Bastob vabnar prokash
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/০৮/২০২২খুবই চমৎকার
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৮/২০২২বেঁচে থাকার সাধ ফুরায় না কখনো!
-
আলমগীর সরকার লিটন ৩১/০৭/২০২২চমৎকার উপলব্ধিকর
-
ফয়জুল মহী ৩০/০৭/২০২২অসাধারণ লিখেছেন। আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।