নির্জনে
    তোমার-ই প্রেমে 
স্পন্দিত এই দেহ,
মনের গহীনে তোমারই
প্রেমের ফল্গুধারা।
তোমারই জ্যোতিতে উদ্ভাসিত
আমার এই মন।
আপন সনে
তুমি খেলছো খেলা
নির্জনে নির্জনে।
তবুও অন্ধ পাইনা
তোমার দেখা।
স্পন্দিত এই দেহ,
মনের গহীনে তোমারই
প্রেমের ফল্গুধারা।
তোমারই জ্যোতিতে উদ্ভাসিত
আমার এই মন।
আপন সনে
তুমি খেলছো খেলা
নির্জনে নির্জনে।
তবুও অন্ধ পাইনা
তোমার দেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/১২/২০২৪অপূর্ব
 - 
        শ.ম. শহীদ ৩০/১১/২০২৪চমৎকার লাগলো কবি।
 - 
        ফয়জুল মহী ২৮/১১/২০২৪সুন্দর লিখেছেন
ভালো লাগলো 
