নিয়তির কাছে আমি নিরুপায়
সত্যিই আমি নিয়তির কাছে নিরুপায়
তাইতো আমি জ্বলে পুড়ে মরতেছি;
কেউ হয়তো বলবে আমি পাগল, বোকা
নইলে কেউ এমন প্রেমে পড়ে!
যে যাই বলুক,
তবুও তো আমি তোমায় ভালবাসি!
তুমি আমায় মরতে বলো, মরতে রাজি;
তবুও তোমায় ছাড়তে রাজি না!
তাইতো আমি জ্বলে পুড়ে মরতেছি;
কেউ হয়তো বলবে আমি পাগল, বোকা
নইলে কেউ এমন প্রেমে পড়ে!
যে যাই বলুক,
তবুও তো আমি তোমায় ভালবাসি!
তুমি আমায় মরতে বলো, মরতে রাজি;
তবুও তোমায় ছাড়তে রাজি না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৫/১১/২০২৪খুবই চমৎকার লেখা।
-
ইবনে মিজান ০৬/১১/২০১৯কঠিন প্রেম
-
তাবেরী ০৯/১০/২০১৮দারুন।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১০/২০১৮নিয়তির কাছে মানুষ আসলেই অসহায়।
-
আখলাক হুসাইন ০৯/১০/২০১৮উপলব্দ