www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই কণ্ঠসর

সেই কণ্ঠসর
কবি-মোঃ সোহেল মাহমুদ

সেদিন একটি বজ্রকন্ঠ আকাশে বাতাসে ধ্বনিতেছিল
সেই সুর, সেই গান বিজয়ের
লাখো মানুষের জয়ধ্বনি, জয় বাংলা।
নির্যাযিত মানুষকে মুক্তি দিতে
তুমি শুনালে তোমার অমর কাব্যখানি।
কোটি মানুষের স্পন্দন
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিব।
বাঙালি পেতনা বাঙালির সংজ্ঞা
তুমি দিলে বাঙালির মুক্তির সনদ
তুমি এনে দিলে স্বাধীনতা।
তোমারই বজ্রকন্ঠ আজও মানুষের মনে
হৃদয় দিয়ে বুঝি, তুমি ছিলে সাহসী
কাপন ধরিয়েছেলে অত্যাচারীর মনে।
আবার তুমি ছিলে প্রকৃতির মতই শান্ত।
বাঙালির মনে এনে দিলে চির বসন্ত।
বাংলা তোমারই সংগ্রামের ফসল
বাঙলা ও বাঙালির মুজিব থাকবে
বাংলাদেশ যতদিন থাকবে।
মুজিব তুমি অমর, বেঁচে রইবে চিরকাল
মানুষের মনে মনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৭/১২/২০১৬
    সময়ের গুরুত্ব কাব্য কথায় কি সুন্দর করে প্রকাশ করেছেন!
    শুভেচ্ছা কবি।
  • আব্দুল হক ২৬/১২/২০১৬
    ধন্য হে কবি!
  • শমসের শেখ ২৬/১২/২০১৬
    অসাধরন লেখা।
 
Quantcast