www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরীচিকা

মরীচিকা !
হ্যাঁ, তাই তো বলেছ তুমি!
মরীচিকার দেখা মেলে কোন-
বড় আরোও বড় মরুভূমির মাঝখানে।
যেথায় না আসে কোন মেঘ বা বৃষ্টি,
থাকে শুধু ফোঁসকা উঠানো-
সাগর ভরা উত্তপ্ত বালু রাশি।

পথে হারিয়ে যাওয়া ঐ অভিযাত্রী ,
ছুটে চলে শুধু এক বিন্ধু জলের সন্ধানে।
তুমি মরীচিকা যদি হ‌ও ;
তোমার কি দোষ তাতে?
আমিই তো ছুটেছি-
ছুটে চলেছি ঐ জল বিন্ধুর সন্ধানে।
যত কাছে আসি আমি,
তত সরে যাও তুমি!
সরে যাও তুমি পেছনপানে-
না তাকিয়ে পিপাসিতে।

হ্যাঁ! কখনো প্রশ্ন জাগে আবার‌ও
তুমি কি সাগর না কি উত্তপ্ত মরিচিকা?
কিন্তু, দাড়াবার আর সময় নেয়।
আমি দৌড়ে আর দৌড়ে চলি,
তোমার ঐ হাতছানিতে,
তোমার‌ই দিকে।

ক্লান্ত হয়ে লুটেপরি উত্তপ্ত বলুকার 'পরে,
তবুও আবার হামাগুড়ি দিয়ে চলি-
হ্যাঁ! তোমারই দিকে,
তৃষ্না মিটাইবার তরে।
তুমি মরীচিকা!
বিশ্বাস হয় না!
আজ মনে হয় তুমি মোর সাগর মহাসাগর;
আর যদি না হ‌ও,
তবুও ঢেউ তুলার অভিনয় করে
এই টুকু অপেক্ষা কর;
ডাকা পরে যাব কোনও একদিন,
তোমার ঐ উত্তপ্ত বালিয়াড়ির ঝড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ০।।০ ২০/০৪/২০১৭
    চমৎকার লিখন ।। শুভ কামনা নিরন্তর...
  • তবে বানানটি - মরীচিকা।
 
Quantcast