www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনে আছে

আজো কানে শুনি-
তোমার ঐ গান খানি,
ভাঙ্গা- আধভাঙ্গা সুরে
গেয়েছিলে তুমি
-একান্তই আপন মনে।
মনে কি আছে ঐ চিড়িয়াখানা,
আগরতলায়- সিপাহীজলা।
চির‌কুটে লেখা ছিল-
"ভালোবাসী আমি তোমায়,
তুমি কি ভালোবাসো আমায়?"
বাড়ি ফিরে বকুনি,
আর ঐ ড্রপগেটের বাড়ি খানি!
ভাঙা বিছানাটায় শুয়ে পড়তাম,
ত্রিপালে গা মোড়ে।
সাকুটা পেরিয়ে যেতাম,
এক বাঁশে ভর করে-
একটু দৌড়ে লাফ দিয়ে।
সেই আমি আজ বেঁচে আছি,
তোমাকেই আকরে ধরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast