www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রবাহিনীর প্রবাহ তুমি

রচিত্র বাংলার বুকে ,
ঝর্ণার স্রোত বহিবে এ নদে !
ভাবিনি কখনাে নির্ঝরিণী ,
বারি বর্ষণের প্রবাহ বুকে ।


থাকতে পারিনি সুখে ,
চৈত্রের আহা-কার হৃদয় ফেটে ।
এক ফোটা জলের জন্য ,
চিৎকার দিলেই হৃদয় কেঁপে উঠতাে !


বর্ষাকালে বর্ষার দিনে ,
এই অগভীর নদে জল ধারণ করিবে কোনখানে ?
ঐ দিকে ঐ মহা-ভারতের জল স্রোতে ,
এ যেন এক দুর্দশা বাংলার বুকে !


বাংলার শত - সহস্র মানুষের চোখে ,
অশ্রপাতের মহা গঙ্গা বহিছে এ নদে ।
দুঃখ - দৈন্য , স্ফীতি - স্ফূরণ থাকেনা এ বুকে ,
প্রাণ হানি যেন মহাসংকটে ।


শত - সহস্র মানুষের দুঃখ কষ্ট ,
মনে হয় যেন হাসিনা একলাই ভার বহন করে নিয়েছিল ,
হাসিনার এই সুগামি সুমহান উচ্ছেদের উদ্যোগ ,
বাংলার প্রতিটি ঘরে যেন মহাউল্লাসের স্রোত ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভাল লাগেলা। কিব আরো সুন্দর সুন্দর এমন ফুল দিতে পারেন আমাদের
  • ফয়জুল মহী ১৫/০২/২০২০
    মনোমুগ্ধকর উপস্থাপন
  • ভালো
  • খুব ভালো।
 
Quantcast