www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কচি পদ্য


বিশ্ব যখন সুপার সনিকে
আমরা পায়ে হেটে
ওরা থাকে very fast
আমরা ভীষণ late-এ


কিছু স্বপ্ন, কিছু আশা,কখনো বিজয়- হতাশা;
এইতো জীবন, ভাবায়-ভীষণ
তবুও ভালবাসি তাকে!
ক্লান্তি,ব্যধি-জরা, আছে দূ:খ ভরা
মুখোরসে ভাসি- কাদি আর হাসি
চলে জীবনের বাকে!!


মন কেদেছে মন আমার
আমার গোমর বুকে
মরেছি আমি মরেছি তোমার
শুন্যতায় ধুকে ধুকে

কখনো জীবন ফেরায় মন;
কষ্ট-পাথার তলে!
কখনো জীবন খুবই আপন;
কাটলো খেলাচ্ছলে!!


এই লোকটা ছিলো ভালো,সিদ কাটতো ঘরে!
এখন সে জাতির মাথা, রাজনীতি করে!!

এক দফা এক দাবী
ক্ষমতার চাই চাবি

চাদনী, দেখো দূর আকাশে!!
তুমি থাকো টাকার পাশে!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast