www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পন্ডিতি

- সামসুল আলম দোয়েল
০১
" বিয়ে করলে নারী- পুরুষ
উভয় হারায় কূল।
নারী হারায় সতীত্ব
পুরুষ মাথার চুল"।।

০২
বৃষ্টি হলে ফাগুন-চইতে
ফসল ফলে ভাল
কৃষ্ণ বর্ণ পাত্রী তোমার
সংসার হবে আলো

০৩
বলতো খোকা, ফুলিয়ে দাঁত
হাতি ঘোড়ায় কী তফাত
খোকা বলে উচ্চ স্বরে
বুকে কত তেজ;
ঘোড়ার থাকে পিছন দিকে
হাতির সামনে লেজ।

০৪
তোমার মানি
মানি নিয়ে
থাকব আমি যতদিন।
তোমার নীতি
নীতি নিয়ে
গড়বো জীবন নীতিহীন।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২১/০৯/২০১৩
    বেশ মজার কবিতা।
  • Înšigniã Āvî ২০/০৯/২০১৩
    বাহ
  • ইব্রাহীম রাসেল ২০/০৯/২০১৩
    --বেশ মজা পেলাম, এমন চলুক আরো কিছু--
  • খুব মজা পেলাম। কিন্তু নারী বিয়ের পর স্বতীত্ব হারায় কেমনে !!
    • যেভাবে পুরুষ হারায়। আরে ভাই, বিয়ের পর কোনো নারী কুমারী থাকে কি?
      • এখাকনে কুমারীত্ব বলতে পারতেন। স্বতিত্ব ব্যাপারটা মুটেও ঠিক না। আপনার জানতে স্বতিত্বটা কি আর তা কতটুকু মূল্যবান। আপনি জানেন আপনার এই কথার জন্য যে কোন বিবাহিত মেয়ে কেস্‌ করে দিতে পারবে এবং জিতবে ও । কুমারীত্ব গেলেই স্বতিত্ব যায়না। সেক্স কে আপনি কোন দিক থেকে অসৎ ভাবছেন বোঝলাম না।
        • অযথা বিতর্ক মনে করি এটাকে.....
  • হা হা হা!!!!
    হো! হো!! হো!!!!
    দারুণ...................
 
Quantcast