www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝরা সময়

এখনো শীতের হাওয়ায় ঘুড়িটা দুলছে
আমি আমাকে প্রায়ই তেমনিই দেখি ।
পরিযায়ী পাখিরা আর আসে না এ তল্লাটে
জায়গা না পেয়ে আমারও অবস্থা এমন হবে নাকি ?
পাতারা হলুদ হয়ে একটা একটা খসছে
আমারও কি সময় হয়ে আসছে ধীরে ধীরে ।
শীতের ওম টুকু মাখব গায়
তাই তোমাকে খুঁজি তাই
বাতাসেরা ছিন্নভিন্ন
নষ্ট হল আমার সারা বিকেল ।
সারা দিনের রোদ নিতে
পা বাড়াই কর্ম উল্লাসে
চোখ ধাঁধাঁয় বাহারি জীবনে
আমার উত্তাপ দিক শুন্য ।
রাস্তার ছেলেটি কি শীতঘুম কেটে জাগতে পারবে
দেখা যাক আজকের বক্তৃতা মঞ্চ কি বলে ?

-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast