www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোপলার কথা-১৪

সমাজের আদব কায়দা নিয়ম কানুন আর আর কথার পিঠে কথা শিখতে গোপলার প্রাণ ওষ্ঠাগত ।
ঘরে এল কিছু অতিথি । বেলা দশটা মত হবে স্কুল ছুটি । তাও খেলতে না গিয়ে পড়ছে । এ রকম কারো কারো ভাল লেগে যায় । পড়া বন্ধ করে তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে । কিচ্ছু করার নেই । কিন্তু কি বলছে আর গোপলা যে কি উত্তর দিচ্ছে কে জানে ?
আর গরমও পড়েছে খুব । মা ডাক পাড়ল । যাক বাঁচা গেল । একটু অচেনাদের সাথে বেশিক্ষণ কথা বলাই যায় না ।
মা বলল - এই নাও টাকা মিষ্টির দোকান থেকে জলখাবার এনে দাও ।
বাইরে বেরোতে পারলে গোপলার আরো বেশি আনন্দ । মা আরো বলল - খুব তাড়াতাড়ি আসবি ।
কিন্তু গোপলা এল দেরী করে ।
-০-০-০-
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৯৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast