www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বীর সন্ন্যাসী

হে বীর ,
তুলে তব মরণজয়ী উন্নতশির
এসেছিলে এই ভারতের বঙ্গভূমিতে
ভরপুর করে দিয়েছ বিবেকের অমৃতবাণীতে ।
বিশ্বনাথ দত্তের ছেলে ডানপিটে বিলে
ঘুণধরা যৌবসমাজকে জীয়নকাঠি ছুঁইয়ে দিলে ,
করলে বীর্যবান , তেজদীপ্ত , বিশ্বাসী
বিদায় নেবেই নেবে পচা সে সর্বগ্রাসী
সমাজ । নারীজাতির আদর্শে দীক্ষিত
অগ্নিগর্ভ বাণীতে , অন্ধমানসিকতা বর্জিত
অজ্ঞ মূর্খ ভারতবাসীর তিনি আপনজন
সর্বত্যাগী সন্ন্যাসী তিনি নন ।
প্রেম ধর্মেই আছেন ঈশ্বর
একথা শিখেছি তোমার কাছে , ওগো বীরেশ্বর ।
বেলুড় মঠের কাজ করি এসো
রামকৃষ্ণ মিশনের মাটি দুহাতে চষো ,
বলো – ধর্ম মানি না , জাতি মানি না মোরা ভারতবাসী
ছুৎমার্গ নেই মোদের নেই সমাজবিধান সর্বনাশী ।
তিনি শ্রীরামকৃষ্ণের মানসপুত্র , জাতির আদর্শ
তাঁর হয় নি মহাপ্রয়াণ , যখন ১৯০২ বর্ষ ।।
-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast