www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার সাথে বলতে কথা

তোমার সাথে বলতে গিয়ে কথার পিঠে কথা
আমার নানান হৃদয়হরা বাঁধনহারা জীবনসারা
ডানা মেলে উড়ে বেড়ায় ;
আমাকে আমি খুঁজে বেড়ায় ।
খুঁটে খুঁটে গুছিয়ে রাখা গাঁথা আলোর মালা
নিজের ঘরে আসে আবার ফিরে
আর চায় সে তোমায় আরো
আরো আপন করে ।
এদিক ওদিক চোখ ফেরানো বিকেল আলো
হাঁটছে ঘাসে দিচ্ছে ফুলে হাত
কখনও বা ছিঁড়ছে পাতা আপন খেয়ালে ;
সঙ্গে আছ তুমি তাই নার্ভাসের ইচ্ছে সুখে
খাচ্ছে শুধু জল আর ধুচ্ছে কেবল হাত ।
বিরাম নিয়ে আবার যেন নতুন প্রাণে
তোমার হাতটি ধরতে চায়
কথা যে তাই বলতে চায়
শুধু বলতেই চায় ।
-0-0-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
    পড়তে পড়তে একটু খেই হারিয়ে ফেলেছি...কবিতা খুব ভালো বুঝি না...যদিও মাঝে মাঝে আমিও আপনাদের দারুণ দারুণ লেখা দেখে লিখতে চেষ্টা করি ।

    শুভেচ্ছা রইল কবির জন্যে ।।
  • ভালো হয়েছে।
 
Quantcast