www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভূতের রাজা

ভূতের রাজা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১০-০৬-২০২১ ইং

খোকন সোনা ভূতের গল্প
শুনবি যদি আয়,
আমার বাড়ি তেতুল গাছে
বাসা বেঁধে যায়।

বিলের ধারে গাছের উপর
এক পা দেখে ভয়,
এক পা থাকে তেতুল গাছে
ভয়ের কিছু নয়।

ভূতের মাথায় একটি চোখে
দেখতে যেনো লাল,
হাতে তাহার সোনার বালা
নাদুস নুদুস গাল।

মুখে তাহার অগ্নি ঝরে
রাতে আলো রয়,
শরীলের লোম দাঁড়িয়ে যায়
দেখে লাগে ভয়।

দাদু একদিন হাঁটতে গেলে
ভূতে দিলো ডাক,
ভূত দাদু কে বলে তখন
এখানে বসে থাক।

কথা বলার জন্য দাদু
তুলে যখন ঘাড়,
ভূতের রাজা বলে বসে
পাবি না তুই ছাড়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৬/২০২১

মন্তব্যসমূহ

  • ভূতের ভয়
    করে জয়
    জীবনের জয়গান।
  • ফয়জুল মহী ১০/০৬/২০২১
    চমৎকার অনুভূতি
  • বেশ লাগলো।
  • চমৎকার।
  • খায়রুল আহসান ১০/০৬/২০২১
    দাদুর জন্য চমৎকার ছড়া! আমার সোনা দাদুদেরকেও শোনাতে হবে একদিন!
  • আরিফ আহমেদ খান ১০/০৬/২০২১
    সুন্দর
 
Quantcast