ভীমরতি (সনেট)
ভীমরতি (সনেট)
[email protected]@@
ফোকলা বয়সে যাদু ডাঁশা ফল দেখে
ছ’হাতি পেয়ারা গাছে ছুঁড়ে ভাবে ঢিল,
না হয় একটু সুর আড়ে যাই রেখে
’দেখেছি ফুলনী তোর বাঁ গালের তিল!’
মনের মুকুরে পেতে অধরের ছাপ
বিবশ আঁধারে ভাবে দোষ দিয়ে ভালে,
আহারে শরীর কেন হারা হলো তাপ
তবে কি হিমানী ক্রীম মাখিনি দু’গালে!
সবুজে দু’কূল জাগে যদি থাকে মেতে
জীবন নদীর বুকে প্রবাহের ধারা,
যে পথে যাক না ফিরে আপনাকে পেতে
অবাধে মিলবে তাতে স্বজনের সাড়া।
তা’ বলে চাইলে কেউ হারাধন অতি,
এ শুধু নয় কি তার হত ভীমরতি!
[email protected]@@
ফোকলা বয়সে যাদু ডাঁশা ফল দেখে
ছ’হাতি পেয়ারা গাছে ছুঁড়ে ভাবে ঢিল,
না হয় একটু সুর আড়ে যাই রেখে
’দেখেছি ফুলনী তোর বাঁ গালের তিল!’
মনের মুকুরে পেতে অধরের ছাপ
বিবশ আঁধারে ভাবে দোষ দিয়ে ভালে,
আহারে শরীর কেন হারা হলো তাপ
তবে কি হিমানী ক্রীম মাখিনি দু’গালে!
সবুজে দু’কূল জাগে যদি থাকে মেতে
জীবন নদীর বুকে প্রবাহের ধারা,
যে পথে যাক না ফিরে আপনাকে পেতে
অবাধে মিলবে তাতে স্বজনের সাড়া।
তা’ বলে চাইলে কেউ হারাধন অতি,
এ শুধু নয় কি তার হত ভীমরতি!
মন্তব্যসমূহ
-
তালাল উদ্দিন ২২/০৬/২০২২ভাবনার সুন্দর প্রকাশ।।
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৬/২০২২ভাল।
-
আলমগী সরকার লিটন ২২/০৬/২০২২বাহ সুন্দর কবি দা
-
আব্দুর রহমান আনসারী ২২/০৬/২০২২ভাব ও ভাবনার সুন্দর প্রকাশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/০৬/২০২২বেশ অনুভূতির।
-
ফয়জুল মহী ২২/০৬/২০২২অনন্য প্রকাশ মুগ্ধতা রেখে গেলাম পাঠে।