www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -৩২ (বেঁচে থাকা মানে)

টুকরো কথা -৩২ (বেঁচে থাকা মানে)
==========================@@@

ব্যাকুল দু’নেত্রে রোজই খেলা করে
গোধূলির মাছরাঙা সময় -
বাস্তবে নয়, কল্পনায়!

সূর্যের আনত বদন প্রায়ই ভাসতে দেখি
উড়ন্ত চিলের ডানায় -
বাস্তবে নয়, কল্পনায়!

সাঁঝের বাদাড়ে পাই-ই
জোনাকির মৃদু আলাপন
রূপালী ঘুঙুর পরা চন্দ্রিমার ছায় -
বাস্তবে নয়, কল্পনায়!

নিশ্চিতই তবে কি আমি বেঁচে আছি
কারোর দেয়া নির্বাসনে?

শুধু কল্পনা মানে বেঁচে থাকা নয়
বরং বেঁচে থাকা মানে -
বাস্তবতার দোরে প্রতিনিয়ত কল্পনার মঞ্চায়ন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast