www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -২৫ (আশাধারী লখিন্দরের ভেলা)

আশাধারী লখিন্দরের ভেলা
==========================@@@

আত্মা থেকে আত্মার দূরত্বের বর্ধমান ক্ষেতে
দিনে দিনে মাকালের রূপ নেয় সখ্যতা।

গো-মূত্র মিশ্রিত দুধে যতনে রোপলেও গর্ব
উপযোগের সূচক ক্ষণিকও হয় না উর্ধ্বমূখী।

সয়েই জিঁইয়ে রেখেছে/রাখবে আলো-আঁধার
স্ব-স্বভাবে এই ধরণীকে, অনন্তকাল।

তবে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে
কি হবে জানি না,
শুধু এ’টুকু নিশ্চিতই বলতে পারি -
যতোই থাকুক চরাচরে বেঁচে বিশ্বাস
কখনোই দেখা যাবে না ফের জলধির বুকে
সাপে কাটলেও,
পতিব্রতা বেহুলাকে নিয়ে ভেসে চলেছে
অবশেষে কোন ‘আশাধারী লখিন্দরের ভেলা!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৫/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast